ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী বাবা আরিফ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী বাবা আরিফ নিহত সাইফুল ইসলাম আরিফ। ফাইল ফটো

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম আরিফ (৩৫) ওরফে বাবা আরিফ নিহত হয়েছেন।

বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার গজারিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  

এসময় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবুল কালাম আহত হন।

 

নিহত আরিফ সদর উপজেলার মিরেশ্বর কালী খোলার জুলহাস বেপারীর ছেলে।  

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আলমগীর হোসন বাংলানিউজকে জানান,রাত ১টার দিকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় সন্ত্রাসী আরিফকে। পরে তাকে নিয়ে গজারিয়াকান্দি এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তার সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আরিফ এবং দুই পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। দুই পুলিশ সদস্য সেখানে চিকিৎসাধীন।  
 

তিনি আরোও জানান, পুলশি ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, গুলির খালি খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। আরিফের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।