ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট সীমান্তে বিড়ির চালান জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সিলেট সীমান্তে বিড়ির চালান জব্দ ভারতীয় নাছির বিড়ি জব্দ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সীমান্তে ভারতীয় বিড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি বিজিবি ভাড়ার হাওর এলাকা থেকে ভারতীয় নাছির বিড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ৪৭ হাজার পিস ভারতীয় নাছির বিড়ির জব্দ করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া বিড়ির মূল্য প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা হবে বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।