ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে মানসিক ভারসাম্যহীন কিশোরী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বেনাপোলে মানসিক ভারসাম্যহীন কিশোরী উদ্ধার

বেনাপোল(যশোর): বেনাপোল সীমান্ত থেকে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১০টায় বেনাপোল-পুটখালী সড়কের এমপিমোড় থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়।

স্থানীয় যুবক বাদশা জানান, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সীমান্ত এলাকায় একা একা বসে থাকতে দেখে পাচারের সন্দেহ হয়।

এসময় তারা মেয়েটির কাছে নাম-ঠিকানা জানতে চায়। কিন্তু সে সঠিকভাবে পরিচয় না দিতে পারায় নিরাপত্তার কথা ভেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মেয়েটি আপাতত তাদের হেফাজতে আছে। অভিভাবক পেলে তার হাতে তুলে দেওয়া হবে। অন্যথায় কোনো এনজিও সংস্থার কাছে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।