ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ফরিদপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা আহত

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে হামলায় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বুধবার (২৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।  

আহত পুলিশ কর্মকর্তা হলেন বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিন্ধু বিশ্বাস।

প্রথমে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সিন্ধু বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হাসপাতালে আহত কর্মকর্তাকে দেখতে যান ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানের ব্যক্তিগত সহকারী নয়ন কুমার বিশ্বাস। তিনি আহতের বরাত দিয়ে জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান চলছিলো পুলিশের। রাত সাড়ে ৮টার দিকে বোয়ালমারী পৌরসভার কাউন্সিলর ফরিদের ছোট ভাই জাহিদকে গ্রেফতার করতে গেলে জাহিদ ও তার সহযোগীরা ওই কর্মকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত জাহিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।