ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে কবি বেলাল চৌধুরীর দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ফেনীতে কবি বেলাল চৌধুরীর দাফন সম্পন্ন কবি বেলাল চৌধুরীকে কবরে শায়িত করা হচ্ছে

ফেনী: ফেনীর শর্শদীতে পারিবারিক কবরস্থানে কবি বেলাল চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফেনীর সদর উপজেলার শর্শদী সিনিয়র দারুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বেলাল চৌধুরীকে দাফন করা হয়।

নামাজে জানাজা পড়ান মাওলানা হাফেজ মোহাম্মদ রশিদ আহম্মদ।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি তার পিতৃভূমি শর্শদী নিমতলী চৌধুরী বাড়িতে পৌঁছে।

সেখানে কবির মরদেহ দেখতে যান ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

জানাজায় অংশগ্রহণ করেন- ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জানে আলমসহ কবির কয়েকশ’ ভক্ত ও এলাকাবাসী।

কবি বেলাল চৌধুরী মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।