ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বরিশালে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ গ্রেফতার ৩

বরিশাল: অর্থ আত্মসাৎ মামলায় বরিশালে ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তাসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাদের বরিশালের নবগ্রামরোড এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা ব্যাংক বরিশাল শাখার এফভিপি ও ম্যানেজার ইনচার্জ কাজী জাফর হাসান, এসপিও ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান আলী এবং মেসার্স মঞ্জুরুল আহসান অ্যান্ড কোং এর প্রোপইটার ও কীর্তনখোলা লঞ্চের সালমা শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুরুল আহসান ফেরদৌস।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন বরিশাল জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ বি এম আবদুস সবুর।

তিনি জানান, ২০১৩ সালের ৬ আগস্ট ঢাকা ব্যাংকের বরিশাল শাখার তৎকালীন ম্যানেজার মো. আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে ৫ কোটি ২৪ লাখ ৯৮ হাজার ৭৮০ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন। যেখানে মো. মঞ্জুরুল আহসান ফেরদৌসের বিরুদ্ধে ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

মামলার তদন্তে নেমে টাকা আত্মসাতের ঘটনায় ঢাকা ব্যাংকের ৫ কর্মকর্তাসহ ১২ জনের সম্পৃক্ত থাকার বিষয়টি খুঁজে পায় দুদক।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad