ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুক্তি বাস্তবায়নে সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
চুক্তি বাস্তবায়নে সিলেটে চা শ্রমিকদের বিক্ষোভ বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

সিলেট: মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছেন চা শ্রমিকরা।

বুধবার (২৫ এপ্রিল) সিলেটের দলদলী চা বাগানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন চা বাগানের শ্রমিক ও পঞ্চায়েত কমিটির নেতারা।

কর্মসূচিতে নেতারা বলেন, মালিকদের সঙ্গে চুক্তি করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।

দীর্ঘদিন ধরে শ্রমিকরা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। শ্রমিক নেতারা অবিলম্বে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

দলদলী চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাসের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেবেন্দ্র কুর্মি সর্দার, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি অনিতা, সম্পাদক উপেন্দ্র, সহ-সম্পাদক সুমী নায়েক, সাবেক সভাপতি বাদল কর্মকার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিলন দাস, মদন দাস, মানিক সর্দার, দলদলী চা বাগান যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস, হিরালাল দাস, রমেশ মুড়া, কল্যানী কুর্মি, জয়ন্তী দাস, বিরেন কুর্মি, অতুল দাস, নজরুল, শিশু বারাক, সাবতী সর্দার, হরিচরন দাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad