ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ঝিনাইদহে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সকালে জেলা শিশু অ্যাকাডেমিতে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপরাশেন) মহসীন হোসেন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানম, প্রবীণ রাজনীতিবিদ মানোয়ার হোসেন।  

অনুষ্ঠানে গান, নৃত্য, নাটকসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এতে জেলার মহেশপুর উপজেলা দল, হরিণাকুণ্ড উপজেলা দল, শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।