ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় বোরো ধান কাটা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
গাইবান্ধায় বোরো ধান কাটা শুরু কৃষকদের সঙ্গে নিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল

গাইবান্ধা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধায় বোরো ধান কাটা শুরু হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় কৃষকদের সঙ্গে নিয়ে এ ধান কাটার উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল।

পরে কৃষকদের মধ্যে ধান কাটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ কা ম রুহুল আমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাদিকুল ইসলামসহ জেলা ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।

চলতি বছর জেলার সাত উপজেলায় এক লাখ ৩০ হাজার ৬৭০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এরমধ্যে তিন লাখ ৫০ হাজার মেট্রিন চাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।