ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত 

ফরিদপুর: ফরিদপুর শহরে একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার পর আরেকটি ইজিবাইকের চাপায় আকাশ সর্দার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের আলীপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।  

আকাশ সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ইকরাম সর্দারের ছেলে।

তিনি সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আলীপুর এলাকার গ্রিল ব্যবসায়ী এম এ তাহের বাংলানিউজকে বলেন, আকাশ মোটরসাইকেলে করে আলীপুর সেতু পার হয়ে জনতা ব্যাংক মোড়ের দিকে আসছিলেন। সেতুর মাঝামাঝি জায়গায় এলে বিপরীত দিক থেকে আসা ওই ইজিবাইক তার মুখোমুখি হলে তিনি সেটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। সেসময় পেছনের দিক থেকে আরেকটি ইজিবাইক আকাশকে চাপা দেয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম মন্ডল বাংলানিউজকে জানান, এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় আকাশকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।