ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বিশেষ হিসাবে’ ৪ কোটি টাকা জমা, ২ ব্যবসায়ীকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
‘বিশেষ হিসাবে’ ৪ কোটি টাকা জমা, ২ ব্যবসায়ীকে দুদকে তলব

ঢাকা: ভুয়া কাগজপত্র দেখিয়ে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ জালিয়াতি করে রাষ্ট্রের সে সময়ের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়ায় দুই ব্যবসায়ীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিরঞ্জন চন্দ্র শাহা ও মোহাম্মদ শাজাহান নামের এ দুই ব্যবসায়ীকে ৬ মে সকালে দুদকে হাজির হতে বলেছেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। বুধবার (২৫ এপ্রিল) বিকেলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তবে রাষ্ট্রের ওই ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ পরিচয় প্রকাশ করেননি দুদক কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
আরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।