ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দোষীদের গ্রেফতারের পর তুরাগ বাস ছেড়েছেন শিক্ষার্থীরা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
দোষীদের গ্রেফতারের পর তুরাগ বাস ছেড়েছেন শিক্ষার্থীরা  ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার প্রতিবাদে তুরাগ বাস আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টার ঘটনায় তুরাগ পরিবহনের আটকে রাখা ৪০টি বাস ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত চালকসহ তিনজনকে গ্রেফতার ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর এসব বাস ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বায়ক পারভেজ হোসেন বাংলানিউজকে এ কথা জানান।  

তিনি বলেন, আসামিরা গ্রেফতার হলে প্রশাসনের লোকজন আমাদের সঙ্গে আলোচনায় বসেন।

সোমবার রাতেই বাসগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। তাদের মাধ্যমেই মালিকদের বাসগুলো ফেরত দেওয়া হয়েছে।

গত রোববার (২২ এপ্রিল) গ্রেট তুরাগ পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে চালক, সুপারভাইজার ও হেলপার।  

আরও পড়ুন>>
** 
‘ক্যাম্পাসেই আটক থাকবে তুরাগের বাস’

এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। প্রতিবাদে তুরাগ পরিবহনের ৪০টি বাস আটকে রেখে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।  

পরে সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদ থেকে গুলশান থানা পুলিশের একটি দল তুরাগ পরিবহনের একটি বাসের চালক রুমান (২৭), সুপারভাইজার মনির (২৭) এবং হেলপার নয়নকে (২৯) গ্রেফতার করে।  

মঙ্গলবার ওই তিনজনের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
পিএম/এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।