ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
গোপালগঞ্জে জেলা প্রশাসকের নম্বর ক্লোন করে টাকা দাবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দারি করছে একটি প্রতারক চক্র।

মঙ্গলবার (২৪ এপ্রিল) এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা বিভাগের অফিস সহকারী অপূর্ব বিশ্বাস বাংলানিউজকে বলেন, সোমবার (২৩ এপ্রিল) দিনগত রাতে জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর ০১৭১৫ ১৬৮৪৯৮ থেকে আমার কাছে ফোন আসে।

এ সময় অপর প্রান্ত থেকে আমার কাছে ৫০ হাজার টাকা চেয়ে বিকাশ নম্বর দিতে চায়। পরে আমি জেলা প্রশাসক স্যারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি স্যার ফোন করেননি।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, ‘আমার অফিসের কয়েকজন কর্মকর্তার কাছে ফোন আসে। এসময় প্রতারকরা কয়েকজনের কাছে টাকা চায়। আসলে এসব ফোন কল আমার নয়। কেউ যেন এসব প্রতারকের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করেন সেজন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কারও কাছে এরকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন। ’

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।