ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বান্দরবানে উত্ত্যক্তের দায়ে ২ যুবকের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
বান্দরবানে উত্ত্যক্তের দায়ে ২ যুবকের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবানে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-তামিম ইকবাল (২৪), রফিকুল ইসলাম (২৫)।

স্থানীয় একটি হোটেলে কর্মরত ওই দুই যুবকের বাড়ি কক্সবাজারের ঈদগাহ ইউনিয়নে।

সহকারী কমিশনার (ভূমি) নাজমা বিনতে আমিন বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় স্কুল ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় তাদের এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
 
তিনি বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।