ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দোয়ারাবাজারে শিবির সন্দেহে ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
দোয়ারাবাজারে শিবির সন্দেহে ২ যুবক আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিফলেট ও বই বিতরণকালে শিবির সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার বোগলা বাজার ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুলাউড়া দাখিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ও উত্তর কুলাউড়া গ্রামের জাসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মোজাহিদ (১৮) এবং একই ইউনিয়নের বড়ইউড়ি দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ও রাঙ্গাহাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শামীম আহমদ (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বোগলা বাজার ইউনিয়নের পেশকারগাঁও দাখিল মাদ্রাসার ছাত্রদের মধ্যে লিফলেট ও বই বিতরণ করছিলেন তারা। এসময় স্থানীয়রা দেখে সন্দেহ হলে তারা তাদের (দুই যুবক) আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।

সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান বাংলানিউজকে বলেন, আমি
জেনেছি দুই যুবককে আটক করা হয়েছে। তারা কোনো জঙ্গি কার্যক্রমের সঙ্গে বা শিবিরের সঙ্গে সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তারা শিবিরকর্মী কি না।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।