ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ অতিরিক্ত সচিব পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
৬ অতিরিক্ত সচিব পদে রদবদল

ঢাকা: টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) ছয় অতিরিক্ত সচিব পদে পরিবর্তন এনেছে সরকার।

মঙ্গলবার (২৪ এপ্রিল) জনপ্রশাসনের মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দপ্তর বদল করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুল মাহমুদ খানকে টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

টেলিযোগাযোগ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালককে (অতিরিক্ত সচিব) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক পদে বদলি করেছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (অতিরিক্ত সচিব) মোহ জাহাঙ্গীর হোসেনকে ‍বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী করা হয়েছে।

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী নুরকে দায়িত্ব দেওয়া হয়েছে জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহানকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মনির হোসেনকে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এমডিএস পদে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।