ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাচ্চু, তাবিথ আউয়াল, এ কে আজাদকে দুদকে তলব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
বাচ্চু, তাবিথ আউয়াল, এ কে আজাদকে দুদকে তলব

ঢাকা: বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু, বিএনপি নেতা তাবিথ আউয়াল ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ এপ্রিল) পৃথক নোটিশে তাদের তলব করা হয়।

নোটিশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে আগামী ৭ মে (সোমবার) দুদকে হাজির হতে বলা হয়েছে।

বেসিক ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে চতুর্থবারের মতো তাকে তলব করেছে দুদক।

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বিএনপি নেতা তাবিথ আউয়ালকে ৮ মে (মঙ্গলবার) দুদকে হাজির হতে বলা হয়েছে।  

আর ৯ মে (বুধবার) দুদকে হাজির হতে বলা হয়েছে এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদকে। তার বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত ৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিলো দুদক। বিদেশ সফরে থাকায় আইনজীবীর মাধ্যমে সে সময় দুদক’র কাছে ৮ সপ্তাহ সময় চান এ কে আজাদ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।