ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
বান্দরবানে ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন উন্নয়ন কাজের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে বম সম্প্রদায় অধ্যূষিত গ্যাজমনি পাড়া কমিউনিটি সেন্টারসহ ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল বম প্রমুখ।

এছাড়াও বম সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সদর উপজেলার গ্যাজমনি পাড়া (বম পাড়া) কমিউনিটি সেন্টার, গ্যাজমনি পাড়া বাজার শেড, গ্যাজমনি পাড়ার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ এবং লাইমী পাড়ায় আর.সি.সি রাস্তা নির্মাণ ও লাইমী পাড়া কমিউনিটি সেন্টার এবং ফারুখ পাড়ায় দ্বিতল কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেন।

পরে ফারুক পাড়া কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্যাঞ্চলের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রত্যেকটি পাড়া মহল্লা মসজিদ, মন্দির, গীর্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হবে। সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহবান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।