ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে চিংড়ির রেণুপোনাসহ আটক ৪ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
পটুয়াখালীতে চিংড়ির রেণুপোনাসহ আটক ৪ জনের জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীতে বিপুল পরিমাণে গলদা চিংড়ির রেণুপোনাসহ আটক চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়।

পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে রেণুপোনা নদীতে অবমুক্ত করা হয়।

পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, সোমবার (২৩ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে একটি মাইক্রোবাসের ভেতর থেকে ১১টি ড্রামে ৩ লাখ টাকা মূল্যের গলদা চিংড়ির রেণুপোনাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

বিচারক চারজনকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন এবং পোনা অবমুক্ত করার নির্দেশ দেন।

জব্দ পোনাগুলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে খুলনায় নেওয়া হচ্ছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।