ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলে ফুলে ভরে গেছে রানা প্লাজার শহীদবেদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ফুলে ফুলে ভরে গেছে রানা প্লাজার শহীদবেদী নিহত শ্রমিকদের স্মরণে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা

সাভার (ঢাকা): রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তি উপলক্ষে নিহত শ্রমিকদের স্মরণে সাভারে নির্মিত শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে হতাহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের দেওয়া ফুলে ভরে যায় শহীদবেদী। স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে ওঠে ওই এলাকা।

এসময় রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল করেন স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

২০১৩ সালের এই দিনে ধসে পড়ে সাভার বাজার বাসস্ট্যন্ড এলাকার রানা প্লাজার আট তলা ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১১৩৬ জন শ্রমিকের। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী এ দুর্ঘটনার রেশ এখনও বয়ে চলছেন আহত শ্রমিক এবং হতাহততের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ৩০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।