ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁয় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
নওগাঁয় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩ জব্দকৃত গাঁজা

নওগাঁ: নওগাঁ শহরের বরুনকান্দি এলাকা থেকে ১২০ কেজি গাঁজা ও একটি পিকআপভ্যানসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-বগুড়া জেলার সদর থানার লতিফপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মাহমুদুল হাসান তুষার (২৪), তার বড় ভাই ফরহাদ হোসেন (২৮) একই থানার কলোনি বেজোড়া মহল্লার মৃত গোলাম হোসেনের ছেলে দুলাল হোসেন (২৬) ।

নওগাঁ গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় চালের গুড়াবাহী একটি পিকআপভ্যান থামিয়ে তল্লাশি করলে ৪ বস্তা গাঁজা পাওয়া যায়। পরে ওই ৩ জন্যকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে নিজ থানায় মামলা দায়ের এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।