ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন কেন্দ্র এলাকায় মেঘনা এক্সপ্রেস টেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৭০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় চাঁদপুর স্টেশন থেকে লাকসামের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

পরে কাছাকাছি রেলগেটের দায়িত্বরত গেটকিপার মো. হুমায়ুন পুলিশকে জানায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাশেদ বাংলানিউজকে বলেন, স্থানীয় লোকজন ওই বৃদ্ধের পরিচয় জানেন না। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। চেহারা বোঝা না যাওয়ায় শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। তবে ওই বৃদ্ধের পরনে সাদা চেক লুঙ্গি, সাদা পাঞ্জাবি, প্লাস্টিকের জুতা ও একটি তসবিহ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা শেষে পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে খাদেমুল ইনসানের মাধ্যমে মরদেহ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।