ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকবাজার ট্যাংকে পড়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
চকবাজার ট্যাংকে পড়ে নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজার থানাধীন ঢাকেশ্বরী রোডের একটি বাসার পানির ট্যাংকে পড়ে নুরুন্নাহার কাজল (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

মঙ্গবার (২৪ এপ্রিল) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নুরুন্নাহার ঢাকেশ্বরী রোড এলাকার মৃত রুহুল আমীন শেখের স্ত্রী।

নিহতের ভাগিনা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ছেলে-মেয়ে নিয়ে ঢাকেশ্বরী রোডের একটি বাসার তৃতীয় তলায় থাকেন নুরুন্নাহার। সকালে ট্যাংকে পানি তুলার জন্য মটর চালু করতে নিচে নামেন। এসময় পানির ট্যাংকের ঢাকনা সরিয়ে উকি দিয়ে দেখার সময় তিনি ট্যাংকের ভিতরে পড়ে যান। এর কিছুক্ষণ পর তার ভাই সেলিমসহ ছেলে-মেয়েরা তাকে খুঁজতে নিচে নেমে দেখেন পানির ট্যাংকের ভিতর ভাসছেন তিনি।  

এসয়ম তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।