ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জুয়া খেলা বন্ধের দাবিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
জুয়া খেলা বন্ধের দাবিতে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে মেলায় জুয়া বন্ধের দাবিতে সর্ব দলীয় ঐক্য পরিষদের ব্যানারে স্থানীয়রা দুই ঘণ্টাব্যাপী ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে।

আগামী ১২ ঘণ্টা মধ্যে জুয়া বন্ধ না হলে ২৪ এপ্রিল থেকে লাগাতর অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এই সংগঠনটি।

সোমবার (২৩ এপ্রিল) দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত উপজেলা পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে থানা মোড় পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে।

এর আগে সর্ব দলীয় ঐক্য পরিষদের আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকার সভাপতিত্বে জুয়া বন্ধে এক জরুরি আলোচনায় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত হয়। সড়ক অবরোধ চলাকালীন সময় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট আবু হুসাইন বিপু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ঠান্ডু, বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহাম্মেদ সিদ্দিকী, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ, ছাত্রলীগর সভাপতি মো. রোকনুজ্জামান বিপ্লব প্রমুখ।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়। পরে পুলিশের বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালা উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের আশ্বাস দিলে তারা সড়ক থেকে উঠে যায়। বর্তমানে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহরে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

অবরোধ চলাকালীন সময় উপজেলা পৌর শহরের দুই পাশে ঢাকাগামী কোচ, বাস, মিনিবাস, মাইক্রো, প্রাইভেটকারসহ শতশত যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।