ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মেয়াদোর্ত্তীণ ওষুধ রাখার দায়ে চারটি ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. রেজাউল করিম ও নেত্রকোনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম এ অভিযান পরিচালনা করেন।

সহকারী পরিচালক শাহ্ আলম বাংলানিউজকে জানান, বণিক ফার্মেসিকে ১০ হাজার টাকা, ইমু মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, লহ্মীস্টোরকে পাঁচ হাজার টাকা, সরস্বতী মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফার্মেসিতে থাকা বিপুল পরিমাণ মেয়াদোর্ত্তীণ ওষুধসহ লহ্মীস্টোরের সিলবিহীন প্রসাধনী ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, মোহনগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকার ও জেলা পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।