ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে প্রাণ গেল কিশোরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে প্রাণ গেল কিশোরের

ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিনে দাঁড়িয়ে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় ১২ বছর বয়সী এক কিশোরের।

সোমবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ জিআরপি থানা পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহ জিআরপি থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবুল খায়ের বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ঢাকা যাচ্ছিল ওই কিশোর।

এ সময় ট্রেনটি কেওয়াটখালি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় মাথায় বাড়ি খেয়ে ছিটকে পড়ে। এতে তার মাথার ৫ থেকে ৬ ইঞ্চির মতো কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে কিশোরের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বাংলাদেশ সময় ০০২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমএএএম/এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad