ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ মোমবাতি জ্বালিয়ে রানা প্লাজায় নিহতদের স্মরণ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ধসে পড়া রানাপ্লাজা নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্জলন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ডে রানাপ্লাজার  সামনে শহীদ বেদীতে এ কর্মসূচি পালন করা হয়।  

রানাপ্লাজার পাঁচবছর উপলক্ষে মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে পালন করে শ্রমিকদের স্বরণ করে বিভিন্ন সংগঠন।

এতে রানাপ্লাজার নিহত-আহত শ্রমিকদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। নিহতদের মোমবাতি জ্বালিয়ে স্বরণ করতেই অনেক স্বজনহারারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় বিভিন্ন সংগঠন সরকারের কাছে রানাপ্লাজার মালিকের ফাঁসির দাবি করেন।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনসহ আহত অনেক শ্রমিক এবং স্বজনহারাদের আত্মীয় স্বজনসহ সব শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।  

বাংলাদেশ সময়: ০২০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।