ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাকার বিনিময়ে আদালতের নথি পরিবর্তন, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
টাকার বিনিময়ে আদালতের নথি পরিবর্তন, গ্রেফতার ৩

নীলফামারী: টাকার বিনিময়ে আদালতের নথি পরিবর্তনের মামলায় নীলফামারীতে কর্মচারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, নীলফামারী সহকারী জজ আদালতের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন, আইনজীবী সহকারী আবুল কাশেম ও স্থানীয় ডাক বিভাগের কর্মচারী তছলিম উদ্দিন।

মামলার বিবরণে জানা গেছে, নীলফামারী ডাক বিভাগের অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে দুইটি মামলা দায়ের করে। এ দুই মামলার একটিতে পাঁচ জনকে এবং আরেকটিতে সাতজনকে আসামি করা হয়। পরে দীর্ঘ তদন্ত শেষে দুই মামলাতেই পাঁচজনকে আসামি করে চার্জ গঠন করা হয়। ওই অভিযুক্ত আসামিরা টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেনকে দিয়ে বিচারকের স্বাক্ষর জাল করে দুই আসামির নাম বাদ দিয়ে অভিযোগ এনে নথি পরিবর্তন করেন।

এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত নাজির সোহেল শাহ বাদী হয়ে ইসমাইলকে প্রধান আসামি করে ১৯ এপ্রিল নীলফামারী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়; ২২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।