ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যবস্থাপনার অভাবে বছরে নষ্ট হয় ৬ লাখ মেট্রিক টন মাছ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ব্যবস্থাপনার অভাবে বছরে নষ্ট হয় ৬ লাখ মেট্রিক টন মাছ বাকৃবিতে মৎস্য বিষয়ক কর্মশালা। ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): মাছ আহরণের পর সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনার অভাবে বছরে ছয় লাখ মেট্রিক টন মাছ নষ্ট হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষীরা।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মৎস্য বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন মৎস্য বিজ্ঞানীরা।

মৎস্য বিজ্ঞানীরা বলেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর ১৮ থেকে ২০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে মাছ চাষীদের।

অপরদিকে, চাহিদার তুলনায় দেশে মাছের উৎপাদন বেশি হওয়ায় বাজারে মাছের ন্যায্যমূল্য পাচ্ছে না চাষীরা। মাছ প্রক্রিয়াজাতের মাধ্যমে সংরক্ষণ করে বিদেশে রপ্তানির বাজার উন্মুক্ত করা এখন সময়ের দাবি।

বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন- কেজিএফ’র নির্বাহী পরিচালক ড. ওয়াইস কবির, অধ্যাপক ড.গিয়াস উদ্দিন আহমদ, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ড.নুরুল্লাহ, মৎস্য বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।