ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে অস্ত্র ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মেহেরপুরে অস্ত্র ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরে অস্ত্র মামলায় আব্দুল্লাহ (৩৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে যুগ্ম জেলা জজ তাজুল ইসলাম এ দণ্ড দেন।

আব্দুল্লাহ গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের সাহারবাটি কলোণীপাড়া গ্রামের মৃত ফিতাজ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ২৩ জুলাই ভোরে শাহারবাটি গ্রামের কলোনীপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল্লাহকে আটক করা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের পাটকাঠির গাঁদা থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ তদন্ত শেষে ডিবি পুলিশ আদালতে চার্জশিট দেন। এরপর মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন।  

আসামি পক্ষে কৌশুলী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান।  

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।