ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সৈয়দপুর বিসিক শিল্পনগরীর সেলিম ফুড প্রোডাক্টসের কারখানায় উৎপাদিত পণ্যের বস্তার গায়ে মূল্য লেখা না থাকায় ১০ হাজার টাকা এবং খুশবু ফুড প্রোডাক্টসের কারখানায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা সৈয়দপুর শহরের বেশ কয়েকটি হোটেল ও দই-মিষ্টি তৈরির কারখানা পরিদর্শন করেন। এ সময় যথাযথ নিয়ম-বিধি মেনে স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য পণ্য উৎপাদন করার জন্য সংশ্লিষ্ট কারখানা মালিকদের সর্তক করেন কর্মকর্তারা।

অভিযানে নেতত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শেখ সাদী ও আফসানা পারভীন।

এ সময় সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল হক এবং পৌর স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।