ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৬

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসতভিটার ১০ শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রখানা এলাকার বজরের খামার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাফফার (৩০), বদরুজ্জামান (৪৫), আদরী (৩৫), আব্দুল মজিদ (৬০), নুর ইসলাম (২৫) ও নুর নবী (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজরের খামার গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল গাফফারের সঙ্গে প্রতিবেশি আব্দুল মজিদের বসতভিটার ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। দুপুরে মজিদ লোকজন নিয়ে ওই জমি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে গাফফার ও বদরুজ্জামানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।