ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে মশা নিধনের দাবিতে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
সিলেটে মশা নিধনের দাবিতে স্মারকলিপি স্মারকলিপি প্রদান

সিলেট: মশা নিধনের দাবিতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে ‘সিলেট কল্যাণ সংস্থা’ ও ‘যুব কল্যাণ সংস্থা’ নামে দু’টি সামাজিক সংগঠন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে স্মারকলিপি নিয়ে গেলে সিসিকের নগর স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রুব পুরকায়স্থ তা গ্রহণ করেন।

সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন- সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা রজব আলী দেওয়ান, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব হুমায়ূন রশিদ চৌধুরী, প্রচার সচিব ফখরুল আল হাদী, যুগ্ম-প্রচার সচিব বিজিত চন্দ, প্রবাসী বিষয়ক সচিব মো. বদরুল ইসলাম, মহানগর কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মুকিত, সদস্য সচিব মো. আশিক আহমদ, যুগ্ম-সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার সচিব মাহফুজ আল গালিব, জেলা কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমান, সচেতন নাগরিকদের মধ্যে রুমন আহমদ, অ্যাডভোকেট ইকবাল হোসাইন, ইমন আহমেদ, আলিম উদ্দিন, রুহেল আহমদ প্রমুখ।

বুধবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেট সিটি করপোরেশন পর্যন্ত মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টানিয়ে প্রতিকী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।  

এতে সিলেট নগরীর সর্বস্তরের সচেতন নাগরিকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংস্থার পক্ষে থেকে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।