ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পিডবোট চালককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
স্পিডবোট চালককে মারধরের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে স্পিডবোট মালিক-চালক সমিতির নেতারা/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: স্পিডবোট চালককে মারধর করার প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্পিডবোট মালিক-চালক সমিতির নেতারা। 

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্পিডবোট মালিক-চালক সমিতির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে মো. শহিদুল্লাহ নামে এক স্পিডবোট চালক যাত্রী নামাতে দেরি করায় মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া তাকে মারধর করে।

পরে মেয়রের মারধরের ঘটনাটি তাত্ক্ষণিক মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে জানায় স্পিডবোট মালিক-চালক সমিতির নেতারা।  

স্পিডবোট মালিক-চালক সমিতির নেতাদের দাবি এ বিষয়ে কোনো ধরনের বিচার না পাওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।  

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন স্পিডবোট মালিক-চালক সমিতির নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্পিডবোট মালিক-চালক সমিতির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad