ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে ২০ হাজার ইয়াবাসহ চালক-হেলপার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
রামুতে ২০ হাজার ইয়াবাসহ চালক-হেলপার আটক

কক্সবাজার: কক্সবাজারের রামুতে একটি বাসে (কক্সবাজার-জ-১১-০১০৭) তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং এলাকার আলী আহম্মদের ছেলে বাস ড্রাইভার নাজিম উদ্দীন (২২) ও উখিয়ার উপজেলার সোনার পাড়ার এলাকার মো. ইব্রাহিমের ছেলে হেলপার মো. কায়সার (১৮)।

সোমবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু তুলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে (কক্সবাজার-জ-১১-০১০৭) স্পেশাল সার্ভিসের বাস টেকনাফ থেকে কক্সবাজারের যাচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই বাসে ইয়াবা পরিবহন করা হয়েছে। পরে ওই বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়। এসময় বাসটিও জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে রামু থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান মো. মুজাহিদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।