ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাহাড় ধসের সতর্কতায় খাগড়াছড়িতে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
পাহাড় ধসের সতর্কতায় খাগড়াছড়িতে র‌্যালি

খাগড়াছড়ি: পাহাড় ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতায় খাগড়াছড়িতে র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালিটি বের হয়।  

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পাহাড় ধসে সচেতনতা বৃদ্ধি ও সতর্কতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
 
খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, পরিচালক মো. ইউছুফ আলী, সহকারী পুলিশ সুপার আফতাব উদ্দিন, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ।
 
কর্মশালা থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে এবং পাহাড় ধস হওয়ার কারণ সম্পর্কে অবহিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।