ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
 গোবিন্দগঞ্জে বিষ্ণু মূর্তি উদ্ধার উদ্ধারকৃত মূর্তি। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাচীন আমলের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে উপজেলার শাপাহার ইউনিয়নের শ্রীগ্রামের একটি ধান ক্ষেত থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) শফিকুজ্জামান বাংলানিউজকে বলেন, উপজেলার শাপাহার ইউনিয়নের শ্রীগ্রামের একটি ধান ক্ষেত থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।

এর আগেও একই গ্রামের একটি পুকুর খননের সময় আরেকটি মূর্তি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad