ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত বন্দুকযুদ্ধে নিহত দুই ডাকাত। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে র‍্যাবের চার সদস্য।

সোমবার (২৩ এপ্রিল) ভোরে গোমস্তাপুরের কুইচ্চাগাড়া আড়গাড়া রোডে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত ডাকাতরা হলো- ছোট জামবা‌ড়িয়া গ্রা‌মের বাহার অালীর ছে‌লে রা‌জিব ও চৌডালা গ্রা‌মের নন্দলালপুর এলাকার অা‌তিকুর রহমান।

র‌্যাব জানায়, একদল ডাকাতের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধের পর দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তবে পালিয়ে যায় আরও তিন-চারজন।  

গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, তিনটি হাসুয়া, একটি চাইনিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ্ আল মুরাদ ঘটনাটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনএইচটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।