ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে বংশী নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ধামরাইয়ে বংশী নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন বংশী নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বংশী নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য আয়তনের সেতুটি নির্মাণ করা হবে।

রোববার (২২ এপ্রিল) বিকেলে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর কাগুজিপাড়ায় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক প্রধান অতিথি হিসেবে থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

ধামরাই সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ঢাকা জেলা পরিষদের সদস্য মাহতাব আলম, সোমভাগ ইউপির চেয়ারম্যান আজাহার আলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, ধামরাই প্রেসক্লাবের সভাপতি বাবুল হোসেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।