ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাজিতপুরে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
বাজিতপুরে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতে ধানকাটা দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মাইজচর কাটাবন ও বাহেরবালী হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নেত্রকোনা জেলার বারহাট্টার আব্দুল মজিদের ছেলে মো. আব্দুর রাশিদ (৩৫) ও বাজিতপুর উপজেলার বাহেরবালি গ্রামের ছামেদ মিয়ার ছেলে তৌহিদ মিয়া (২৭)।

স্থানীয়রা জানান, রোববার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাইজচর কাটাবন হাওরে ধান কাটতে যান শ্রমিক মো. আব্দুর রাশিদ। এসময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে বিকেল ৪টার দিকে উপজেলার বাহেরবালি হাওরে ধান কাটতে যান তৌহিদ মিয়া। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।