ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু

মাদারীপুর: ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নৌযান চলাচল শুরু হয়। এর আগে, দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে পাঁচটা থেকে এ নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, বিকেল ঝড় ও বৃষ্টি শুরু হলে এ নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।  
আবহাওয়া স্বাভাবিক হলে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে ফের লঞ্চ, ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বাংলানিউজকে মিয়া জানান, কিছু সময় ঝড়ো হাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ ছিল। তবে সন্ধ্যা থেকে চলাচল শুরু করেছে।

উল্লেখ, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি, ৮৫টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করে।

**কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।