ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
খাগড়াছড়িতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি: মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে সোমবার (২৩ এপ্রিল) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

গত ২০ এপ্রিল খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে সংগঠনটি অপহৃতদের উদ্ধারে সময়সীমা বেঁধে দেন।

রোববার বিকেলের মধ্যে উদ্ধার করা না হলে সোমবার খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা হরতাল পালনের কথা বলা হয়।

এর আগে ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার নতুন পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে মো সালাউদ্দিন (২৮), একই এলাকার আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন।

এদিকে নিখোঁজ যুবকদের উদ্ধারের দাবিতে রোববার বিকেলে জেলা প্রশাসক মো। রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।