ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২৬ এপ্রিল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
২৬ এপ্রিল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

রোববার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

সভায় জানানো হয়, দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ২৬ এপ্রিল আবদুল হামিদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

ওই সময় তিনি সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।  

সভায় রাষ্ট্রপতির আগমন সফল করতে তার নিরাপত্তা, হেলিপ্যাড প্রস্তুতি, বঙ্গবন্ধুর সমাধি সৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।