ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুনামগঞ্জ সীমান্তে পাইপগান-গুলি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
সুনামগঞ্জ সীমান্তে পাইপগান-গুলি উদ্ধার দেশীয় পাইপগান ও গুলি উদ্ধার

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা সীমান্ত এলাকা থেকে দেশীয় পাইপগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বোববার (২২ এপ্রিল) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় বিজিবি। এর আগে শনিবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডুলুরা বিওপির সীমান্ত পিলার ১২১২/৫-এস এর কাছে কায়েরগাঁও নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় একটি ধান ক্ষেতের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ হাজার ৬শ’ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।