ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হিজলায় সাড়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
হিজলায় সাড়ে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ব‌রিশাল: বরিশালের হিজলায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (২২ এপ্রিল) সকালে উপজেলা সদরের নতুন ফেরিঘাট সংলগ্ন নদী তীর থেকে এ জাল জব্দ করে নৌ-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বাংলানিউজকে জানান, জালগুলো পাঁচটি বস্তায় ভরে নদী তীরে এনে ঢেকে রাখা হয়েছিল।

ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সেগুলোর মধ্য থেকে কিছু বস্তা নদীতে ফেলে দেওয়া হয়। যেগুলো নদী থেকে উদ্ধার করে জব্দ করা হয় তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, জালগুলোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।