ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিরোধের জেরে আগুনে মারা হলো সহস্রাধিক মুরগি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
বিরোধের জেরে আগুনে মারা হলো সহস্রাধিক মুরগি মারা যাওয়া মুরগির বাচ্চা-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের রামপালে একটি পোল্ট্রি ফার্মে প্রতিপক্ষের দেওয়া আগুনে মারা গেছে সহস্রাধিক মুরগি।

শনিবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার কদমদী গ্রামের হারুণ শেখের মেয়ে রেবেকা বেগমের খামারে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা খামারে আগুন দিয়েছে বলে অভিযোগ রেবেকার।

ক্ষতিগ্রস্ত রেবেকা বেগম বলেন, গভীর রাতে মুরগির ডাকা-ডাকি শুনে ঘরের বাইরে এসে ফার্মে আগুন জ্বলছে দেখে চিৎকার শুরু করি। এসময় গ্রামবাসী ছুটে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে খামারের অর্ধেক অংশ পুড়ে যায়। এসময় আগুনের তাপে এক মাস বয়সী ১ হাজারের বেশি মুরগির বাচ্চা মারা যায়।
 
রেবেকা আরও বলেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এ পোল্ট্রি ফার্মটি গড়ে তুলেছিলাম। এখন আমি সর্বশান্ত হয়ে গেলাম। কীভাবে ঋণের টাকা শোধ করব।
এদিকে খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওস) শেখ লুৎফার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।