ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজাপুরে নির্মাণ শ্রমিককে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
রাজাপুরে নির্মাণ শ্রমিককে হত্যা নিহত নির্মাণ শ্রমিক খলিলুর রহমান

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় খলিলুর রহমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ পাশের কামারপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার পূর্ব বাদুরতলা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, খলিলুর রহমান রাজাপুরের বাজার এলাকার ভাড়া বাসা থেকে ঘটনার কিছু সময় আগে বের হয়। তিনি উপজেলা সদরের বাজারে একটি স্টল নির্মাণের কাজ করছিলেন। রাতে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজ্জাম্মেল হক রেজা ও রাজাপুর থানার ওসি সামসুল আরেফিন ঘটনস্থল পরিদর্শন করেন।  

পুলিশের ধারণা মাথায় ও শরীরে আঘাত করে খলিলুর রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বাংলানিউজকে বলেন, কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিয়া মাহমুদ পাখি নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad