ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুই কন্যা, এক ছেলের জন্ম দিলেন সাভারের শিলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
দুই কন্যা, এক ছেলের জন্ম দিলেন সাভারের শিলা নবজাতক তিন দুই কন্যা ও এক ছেলে সন্তান

সাভার (ঢাকা): সাভারে শারিমন আক্তার শিলা নামে এক স্কুল শিক্ষিকা একই সঙ্গে দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন।

শনিবার (২১ এপ্রিল) দুপুরে সাভার পৌর এলাকার পাবর্তীনগর মহল্লায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সিজারের মাধ্যমে তিনি এই তিন সন্তানের জন্ম দেন।  

এ বিষয়ে শিলার স্বামী মিজান রাতে বাংলানিউজকে বলেন, দুপুরে শিলার প্রসব বেদনা ওঠলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে ওই মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করলে দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। পরে সন্তাদের হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করানো হচ্ছে।

এনাম মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটের চিকিৎসক ডাক্তার (এসএসও) আরিফ বাংলানিউজকে বলেন, একটি বাচ্চা সুস্থ থাকলেও দু’টি বাচ্চার ওজন কম থাকায় একটু অসুস্থ রয়েছে। তবে ওই নারী সুস্থ্য রয়েছে।

তিন নবজাতকের মা শারিমন আক্তার শিলা আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যঅন্ড কলেজের ইংরেজি বিভাগে শিক্ষিকা এবং দোসাইদ এলাকায় বদরুল হোসেনের বাড়ি ভাড়া থাকেন।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।