ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিকদের লেখনী অনেক ভুল-ত্রুটি ধরিয়ে দেয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
সাংবাদিকদের লেখনী অনেক ভুল-ত্রুটি ধরিয়ে দেয় বক্তব্য রাখছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: বাংলানিউজ

সিলেট: সাংবাদিকদের লেখনী আমাদের অনেক ভুল-ত্রুটি ধরিয়ে দেয়। তাছাড়া তাদের লেখার কারণে আমরা সহজে সমাজের অনেক দু:খ-দুর্দশার কথা জানতে পারি।

শনিবার (২১ এপ্রিল) জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিন দিনব্যাপী এ কর্মশালাটি আয়োজন করে ‘বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন’।

মেয়র বলেন, সাংবাদিকতা পেশা এখন আর আগের মতো নেই। এখন সাংবাদিকতায় ঝুঁকি যেমন বেড়েছে তেমনি বেড়েছে দায়িত্বশীলতাও।  

নবীন সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো পেশাকে ধ্যান-জ্ঞান মনে করলে সফলতা অবশ্যই আসবে।  

বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও ট্রেনিং কো-অর্ডিনেটর মুকিত রহমানীর সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) সভাপতি হাসিন আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক আফতাব চৌধুরী ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়েছ খছরু।  

অনুষ্ঠানে সিলেটের বেশ কিছু অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় স্থানীয় দৈনিক উত্তর পূর্বের স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিনকে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনইউ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।