ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌগাছায় প্রশ্নফাঁসের অভিযোগে কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
চৌগাছায় প্রশ্নফাঁসের অভিযোগে কিশোর আটক র‍্যাবের জালে আটক জুয়েল রানা/ ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জুয়েল রানা (১৭) নামে এক কিশোরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুখপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জুয়েল চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের কমান্ডার এএসপি সোহেল পারভেজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোপনসংবাদের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির চেষ্টাকালে জুয়েলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল প্রশ্ন বিক্রির কথা স্বীকার করেছেন। এ সময় তার মোবাইলে এইচএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র পাওয়া যায়।  

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে চৌগাছা থানায় মামলা করবে বলে জানান তিনি।  

এদিকে এইচএসসি পরীক্ষার কোন বিষয়ে প্রশ্ন ফাঁস করে বিক্রি করছিলেন তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
ইউজি/আরএইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।